ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কী

 

 ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং একটি জনপ্রিয়ো পেশা, যা বর্তমান যুগকে করেছে আধুনিক।বিশেষ করে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিংয়ের মধ্যে স্থান দখল করে আছে।ডিজিটাল মার্কেটিং মানে অনলাইন প্ল্যাট ফরম।ফ্রিল্যানসিং ডিজিটাল মার্কেটিং এমন এক ধরনের কোর্স যেখানে মানুষ তার সময় মতো কাজ করে ঘরে বসে ইনকাম করতে পরে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফরম ব্যবহার করে ক্লায়েন্টের ব্যবসা বৃদ্ধি প্রসারে সহয়তা করে।এর মধে রয়েছে সার্চ ইনঞ্জিন সোশ্যাল মিডিয়া মর্কেটিং, সিও( SEO) ,কন্টেন্ট মার্কেটিং,ইমেইল মার্কেটিং প্রভূত্তি পরিচালনা করার মতো কাজ।


ফ্রিল্যানসিং-করে-টাকা-ইনকাম

পেজ সূচিপত্রঃ

ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কি

ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং মানে সাধীন পেশা।যেকোন ব্যক্তি তার সুবিধা মতো কাজ করে এবং অন্য ক্লায়েন্টের অনলাইন ব্যবসা উন্নত করতে সহায়তা করে।আমরা অনলাইন মানে ফ্রিল্যান্সিং সেক্টর কে বুঝি।অনলাইন কাজ ইমেইল মার্কেটিং সিও কন্টেন্ট প্রভূত্তি কাজের মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির অনলাইন  কম্পানিতে কাজ করে কম্পানিকে উন্নত প্ল্যাট ফরমে নিয়ে যায়।

ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় গুলো

অনলাইন প্ল্যাটফরমঃ ফ্রিল্যানসিং যে কোন কাজ ঘরে বসে এক স্থান থেকে অন্য স্থানে  ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যোগাযোগ করে করার নাম কে অনলাইন প্ল্যাটফরম বলে।সাধারনত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন ,FIVERR,UPWORK ও Freelancer.com এর মাধ্যমে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাজ পাওয়া যাই।

সামাজিক যোগাযোগঃঅনলাইন মানে সামাজিক যোগাযোগ যেমন-ফেসবুক,হটসএপ,ইউটুব, প্রভূত্তির মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়।দক্ষতা জ্ঞানকে কাজে লাগিয়ে অনলাইন ভিত্তিক কাজ করা।এক জায়গা থেকে আন্য জায়গা না গিয়ে কাজ নিজের স্থানে বসে কাজ করা।

শ্বাধীনভাবে কাজঃফ্রিল্যানসাররা তদের নিজস্ব সময় সূচি মতো কাজ করতে পারে।তারা নির্দিষ্ট কোন নিয়োগ কর্তার নিকট আবধ্য থাকে না।ফ্রিল্যানসার হিসেবে আপনি নিজের সময় স্থান অনুযায়ী কাজ করা এটাই ফ্রিল্যানসারের একটি বড় সুবিধা।

ফ্রিল্যানসিং ডিজিটাল মার্কেটিং কেনো গুরুত্বপূণ্য

উচ্চ উপার্জনের সুবিধাঃ ডিজিটাল মার্কেটিং এ ফ্রিলানসারেরা বিভিন্ন প্রজেক্টরে কাজ করে অর্থ উপার্জন করে। বিভিন্ন সেক্টরে কাজ করে ভালো এমাউন্ট তারা পেয়ে থাকে।

দক্ষতা ভিত্তিক কাজঃ এই পেশায় দক্ষতা অনুযায়ী আপনি কাজ পেয়ে থাকেন।আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে কাজ করার সুবিধা রয়েছে ।আর সেই বিষয়ে কাজ করে আপনি ডলার ইনকাম করতে পারেন।

বিশ্বজুরে চাহিদাঃ বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বিশ্বব্যাপী।ব্যবসায়ীক দুনিয়া অত্যান্ত প্রাসঙ্গিক ।যেকোন ব্যবসার অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে অপরিহার্য।

ফ্রিল্যানসিং মার্কেটিং এর কাজের ধরণ

মিডিয়া মার্কেটিংঃবিভিন্ন ধরনের মিডিয়া যার মাধ্যমে অনলাইন কাজ করে ডলার ইনকাম ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃওয়েব সাইট র‍্যাংক বাড়ানোর জন্য - কৌশল প্রয়োগ করা।কেওয়াড রিসার্চ করা।অনপেজ ও অফপেজ অপটিমাইজেশন।

ইমেইল মার্কেঃইমেইল লিষ্ট  তৈরি করা ।ইমেইল কন্টেন্ট ডিজাইন। এই সব কিছু গ্রাহকের কাছে পৌছে দেওয়া পন্য ও সেবার প্রশমন করা।

পেইড মার্কেটিংঃবাজেট অপটিমাইজেশন এবং পারফারম্নেশ বিশ্লেষন।অ্যাড ক্যাম্পেইন ডিজাইন।গুগল অ্যাড সোস্যাল মিডিয়া অ্যাড যুক্ত করে পণ্যসেবা পচার করা।

ডিজিটাল মার্কেটিং এর সুবিধা 

উন্নত মানের সেবা প্রদানঃপ্রতিটি প্রজেক্টরে আপনার দক্ষতা সেবা প্রদান করুন করুন এমন ভাবে যেনো ক্লায়েন্ট আপনার উপর সন্তুষ্ট হয়।

নিয়মিত যোগাযোগঃঅনলাইন কাজের জন্য আপনাকে নিয়মিত অনলাইনে একটিভ থাকতে হবে জেনো আপনার কাজের ইস্কেল উন্নত হয়।

বিশাল বাজারঃফ্রিলানসিং ডিজিটাল মার্কেটিং এর কাজ বিশ্বব্যাপী ছড়িয়ে পরেছে। যে কেউ ইন্টারনেট এর মাধ্যমে কাজ করতে পারে।

সৃজনশীলতার স্বাধীনতাঃফ্রিল্যানসিং হিসেবে, আপনি নিজের কল্পনা এবং সৃজনসীলতাকে কাজে লাগেয়ে ভিন্নধরনের কাজ করতে পারেন।

সীমাহীন আয়ের সুযোগঃফ্রিল্যানসারেরা তাদের একাধিক প্রজেক্টর কে কাজে লাগিয়ে আয়ের পরিমান বাড়াতে পারে।

ক্যারিয়ার গঠনের সুযোগঃডিজিটাল মার্কেটং এর ফ্রিল্যানসারেরা তাদের বিভিন্ন কাজের মাধ্যমে পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে ভবিষৎতে অনেক বড় বড় কাজ করতে পারবে।

উপসংহারঃফ্রিল্যানসিং ডিজিটাল মার্কেটিং একটি স্বাধীন পেশা। যে কেউ এই কাজ করতে পারবে তার সুবিধা মত।যেকোন ব্যক্তি তার নিজের স্থান থেকে ও তার প্রতিভা কাজে লাগিয়ে অনলাইন ভিত্তিক ইনকাম করা কে ফ্রিল্যানসিং ডিজিটাল মার্কেটিং বলে।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Mst.Manira Khatun
Mst.Manira Khatun
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট মানিরা আইটি । তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।