আপনার ব্লগে ব্যাকলিংক কিভাবে পাবেনঃ ৩৩ টি লিংক বিল্ডিং কৌশল
ব্লগে ব্যাগ লিংক কিভাবে পাবেন তার ৩৩ টি কৌশল, যদি আপনি নিয়ম ভাবে মেনে কাজ করেন তবে আপনার ব্যাংক লিংক পাওয়া যাবে। তবে আপনাকে অনেকগুলো কৌশল মানতে হবে। ব্যাঙ্ক লিংক হল এমন একটি কৌশল যা অন্য ওয়েবসাইটের সাথে লিংক যুক্ত হয়ে এমন একটি কৌশল যা অন্য ওয়েবসাইটের সাথে লিংক যুক্ত হয়ে ওয়েব সাইটে ব্যাংকিং তৈরি করে। আরো ভালোভাবে বলি ব্যাংক লিঙ্ক কি একটি ওয়েবসাইট অপর একটি ওয়েবসাইটকে লিঙ্ক দেই তখন আপনার ওয়েবসাইটটি অবশ্যই থেকে প্রাক্ত লিংগকে ব্যাংকলিংগ বলে।
আমার মতে ব্যাংক লিংক হলো এমন একটি কৌশল যেখানে মানুষ একা থাকতে পারে না তার সাথে অন্যান্য সহযোগী ও সহপাঠী প্রয়োজন। ধরুন একজন বড়লোক মানুষ। তার অনেক টাকা পয়সা আছে কিন্তু সেই একা। তার এই একা জীবনে এত টাকা পয়সা দিয়ে কি হবে। যদি সেই একা হয়। টাকা পয়সা খরচ করার যদি লোক না থাকে তবে টাকা পয়সা্র মূল্য কি থাকলো। তাই টাকা পয়সার সাথে তার জনবল ও শক্তির জন্য আরো লোক প্রয়োজন। তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ব্যাংক লিংক এর গুরুত্ব অপরিসীম।
পেজ সূচিপত্রঃ
- ব্লগে ব্যাক লিংক কিভাবে পাবেন তার কৌশল
- ব্যাক লিংক কি
- কেন আপনার পেজে ব্যাক লিঙ্ক দরকার
- কিভাবে আপনার সাইডে ব্যাগ লিংক করবেন( ব্যাকলিংক কৌশল এক )
- ব্যাকলিংক (ব্যাকলিংক কৌশল দুই)
- উন্নত মানের কনটেন্ট তৈরি (ব্যাক লিংক কৌশল তিন)
- সি ও ব্যাক লিংক কনটেন্ট( কৌশল চার )
- প্রোফাইল ব্যাক লিংক কন্টেন্ট (ব্যাক লিংককৌশল পাঁচ)
- নো ফলো ব্যাক লিংক( ব্যাকলিংক কৌশল ছয় )
- ডু ফলো ব্যাকলিংক( ব্যাক লিংক কৌশল সাত)
- ইনফো গ্রাফিক্স কনটেন্ট( ব্যাকলিংক কৌশল আট )
- ব্লগ ভিডিও কন্টেন্ট তৈরি করা (ব্যাকলিংক কৌশল নয় )
- ফিচার ইমেজ কনটেন্ট তৈরি করা (ব্যাক লিংক দশ)
- শিক্ষানবিশ বিষয় নিয়ে কনটেন্ট তৈরির কৌশল
ব্লগে ব্যাংক লিংক কিভাবে পাবেন তার কৌশল
ব্যাংকলিংক হল সার্চ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন( ওএসআই) এক্ষেত্রে সবচাইতে বহুল ব্যবহার তো আলোচিত একটি শব্দ। আমরা সাধারণত কথায় কথায় বলি গুগলের দুই শত টির বেশি রেংকিং ফ্যাক্ট রয়েছে। গুগলে রেংকিং এর মধ্যে ব্যাঙ্ক লিংক সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাংক লিঙ্ক হল এমন একটি লিংক যেখানে একটি ওয়েবসাইটের পেজের লিংকের সাথে অন্য একটি পেজের লিংক করানো বোঝায়। আপনার ব্লগে এক একটি ব্যাংক লিংকে এক একটি ভোট হিসেবে ধরা হয়।নিম্নে আপনার ব্লগে ব্যাংক লিংক কিভাবে পাবেন তার ৩৩ টি লিংক বিল্ডিং কৌশল নিচে দেওয়া হলঃ-
ব্যাংক লিংক কি
ব্যাক লিংক হলো অন্য পেজের লিংক যুক্ত করে রাখাকে ব্যাক লিংক বলা হয়। ধরুন আপনাকে একটা উদাহরণ দিয় আপনার সাইটের পেজের নাম নেহা। আর আপনি যে সাইড আপনার পেজে লিংক করেছেন এই সাইটের নাম মেহা। তাহলে আপনি ব্যাংক লিংক হিসেবে মেহা নামের সাইট থেকে একটি ব্যাক লিংক পেলেন।
এই ভাবে আপনি আপনার সাইটে যতগুলো লিংক দিবেন ততগুলো আপনি ব্যাক লিংক পাবেন । আর এইসব লিংকগুলো সার্চ ইঞ্জিিন অপটিমাইজেশনে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। অন্যভাবে বলা যায় যে অন্যের সাইট থেকে আমরা নিজের সাইডে যে ইনকামিং লিংক পাই তাকে ব্যাকলিংক বলা যায়।
কেন আপনার পেজে ব্যাক লিংক দরবার
ব্যাকলিংক হল এমন একটি ধারণা যেখানে একের অধিক জনবল থাকবে। ধরুন রাজনীতির কথা বলি রাজনীতির মধ্যে যে দলের সংখ্যা বেশি সেই দলের ব্যাক লিংক ও বেশি। তাই রাজনীতি করতে গেলে একজন ব্যক্তির যদি অন্যান্য আর জনবল না থাকে তবে সে রাজনীতিতে দুর্বল। আর সেই দলের লোক সংখ্যা যদি বেশি না হয় তবে সেই দল হবে রাজনীতিতে দুর্বল। তাই রাজনীতিকে শক্ত করতে গেলে জনবল বল প্রয়োজন। জনবল বেশি থাকলে রাজনীতির প্রভাব ক্ষমতা বেশি হয়।
যখন কোন দল কোন কাজের জন্য তাকে নির্বাচন করা হবে এবং সে দলের লোকজন তার পক্ষ থেকে ভোটের মাধ্যমে তাকে সমর্থন দিবে সেটাই হলো ব্যাংক লিংক সাইট। আর সেই রাজনীতি্র দলের প্রভাব বা শক্তি বেশি থাকে। তাই সার্চ ইঞ্জিনের কাছে ব্যাক লিংক তেমনি। একটি সাইটের গ্রহণযোগ্য বাড়াতে ব্যাক লিংক এর বিকল্প নেই ।
কিভাবে আপনার সাইডে ব্যাক লিংক করবেন ( ব্যাক লিংক কৌশল এক)
কিভাবে আপনার সাইটে ব্যাগ লিংক করবেন চলুন সেই সম্পর্কে আলোচনা করা যাক। কোন কন্টেন্ট বা মন্তব্যে বা অন্য কোথাও যদি আপনার সাইডে লিংক দেওয়া থাকে। তাহলে সেটা আপনার সাইডের জন্য ব্যাক লিংক হিসেবে আমরা ধরে নিবো। একটি কনটেন্ট এর সাইডে যত বেশি ব্যাক লিংক থাকবে ওটা তত বেশি গুরুত্বপূর্ণ হবে।
চলুন আপনাকে একটি উদাহরণ দেওয়া যাক। আপনার ওয়েবসাইটে কোন একটা কনটেন্ট দেওয়া আছে। সে কনটেন্ট জামদানি শাড়ি সম্পর্কে দেওয়া আছে।আরসেই শাড়ি কেনর জন্য ব্যাক লিংক হিসেবে শাড়ির দোকানের লিংক দেওয়া আছে। আর সেই লিংক দেখে যে সব ব্যক্তি লিংকে প্রবেশ করবে এবং শাড়ি সম্পর্কে তাদের ধারণা গুলো নিবে ও জানবে সেটাই হচ্ছে সেই সাইডের ব্যা্ক লিংক।
ব্যাক লিংক( ব্যাক লিংক কৌশল দুই)
ব্যাকলিংক হল এমন একটা জিনিস যে সাইডের ব্যাকলে যত বেশি সেই শাড়ির তত বেশি শক্তিশালী ও জনপ্রিয়। তাই প্রত্যেক ওয়েবসাইটের ব্যাক লিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একাই জীবনযাপন করলে জীবন মূল্যবান হবে না সেইসাথে আপনাকে আপনার চারপাশের সকল মানুষের সাথে কথা বলতে হবে সম্পর্ক রাখতে হবে সেই থেকে আপনার সম্পর্ক আরো মজবুত হবে।
সেই রকমই ব্যাক লিংক অত্যন্ত কার্যকরী একটা ওয়েবসাইট বা পেজের জন্য। যে পেজে যত বেশি ব্যাকলিংক থাকে সেই পেজ তত বেশি ফেমাস। সে সম্পর্কে বেশি মানুষ জানবে ও অন্যকে জানাবে । এটাই হচ্ছে পেজের জনপ্রিয়তা। চলুন উদাহরণস্বরূপ বলা যাক-
ধরুন ব্যাক লিংক নিয়ে কাজ করার জন্য আপনার সাইডে পেজে কোন একটা ফিচার ইমেজ আছে। আর সেই ফিচার ইমেজ ছোটদের পোশাক দিয়ে। এই ফিচার ইমেজ দেখে, কোন একটি পেজ থেকে সেই পেজের লিংক অন্য কাউকে শেয়ার করল। অন্যভাবে বলি আপনার পেজে একটি ফেজার ইমেজ আছে। ছোটদের পোশাক কিভাবে ক্রয় করা যায়। আর সেই পেজটি অন্য একজন দেখে তার পেজে লিংক করেছে ও তার বন্ধু বান্ধবীকে বলেছে যে, এই লিঙ্গে প্রবেশ করলে ডিজাইনের সকল পোশাক দেখে কিনা যাবে আর সেখান থেকে প্রচারণা হবে আপনার সাইডে বলে। আর এসব প্রচারণা হল আপনার সাইটের ব্যাক লিংক।
উন্নত মানের কনটেন্ট তৈরি (ব্যাকলিংক কৌশল তিন)
উন্নত মানের কনটেন্ট তৈরি করে ব্যাকলিংক করা যায় চলুন সে সম্বন্ধে আলোচনা করি। ধরুন আপনি একটি কন্টেন্ট লিখলেন কোন একটি বিষয় সম্পর্কে। আর সেই বিষয় যদি অন্য একজন জানার জন্য জন্য খুঁজে আর খুঁজতে খুঁজতে আপনার কনটেন্ট যদি সে পেয়ে যায়। তবে সেই পাঠক কনটেন্ট করলে অবশ্যই তার মন আকৃষ্ট হবে। কনটেন্ট পড়ে যখন তার ভালো লাগবে অবশ্যই সে অন্য কাউকে পড়ার উৎসাহ জাগাবে বলবে এখানে ভালো মানের কনটেন্ট তুমি দেখতে পাবে। সেখান থেকে সেই কনটেন্ট এর লিংক অন্য কাউকে শেয়ার করবে থেকে আপনার কনটেন্ট এর ব্যাক লিংক বাড়বে
উদাহরণ স্বরূপে চলুন বলা যাক কোন ব্যক্তি যদি একটা ওষুধের। ওষুধের নাম রোলাক যদি সেই জানতে চাই যে এটা কিসের ওষুধ। অবশ্যই সেটা জানার জন্য সেই গুগলে সার্চ দেবে। আর অবশ্যই আপনার কনটেন্ট যদি সে সম্পর্কে হয় আর সেখানে সে যদি সব তথ্য পেয়ে যায় তবে অবশ্যই পাঠক সেটি দেখে অনেক খুশি হবে। এইভাবে আপনার ব্যাগ লিংক কৌশল বিল্ডিং বাড়াতে পারেন।
সিও ব্যাক লিংক কনটেন্ট (ব্যাক লিংক কৌশল চার )
সি ইউ ব্যাক লিংক কনটেন্ট হচ্ছে সেই পেজের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। যে পেজের সি ইউ যত বেশি ইন্টারটেইনমেন্ট সেই পেজের র্যাংক তত বেশি। সেই পেজের ওয়েবসাইট বার প্রথমে র্যাঙ্ক করবে। আর সেখান থেকে আপনার ইনকামিং ব্যাংক লিঙ্ক তৈরি হবে। সিও ব্যাংক লিংক কনটেন্ট হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই ধরনের সিইও কন্টেন্ট গুগলএ রেংক করাতে সাহায্য করে। সি ইউ কনটেন্ট হলো এমন এক ধরনের কনটেন্ট যেমন উদাহরণ স্বরূপে বলতে গেলে দেখা যায় যে সি পেজের কনটেন্ট গুলো এমন টেন্ডিং হয় যে গুগলে রেঙ্ক করাতে ও ট্রফিতে সাহায্য করে।
সি ইউ কনটেন্ট এমন ব্যাক লিংক হতে হবে যে একজন সাংবাদিক ও সেই খবর নিয়ে তথ্য প্রচার করতে পারে। তাই সি ইউ কনটেন্ট এর তথ্য গুলো হতে হবে অরজিনিয়াল যেন মানুষ দেখে পড়ে উপকারে আসে। একবার যদি মানুষ বুঝতে পারে যে কনটেন্ট গুলো অথেন্টিক এর লিখা সবকিছুই আছে বাস্তব অভিজ্ঞ ও গুরুত্ব তবে সেই পেজ থেকে আপনার ব্যাংক লিংক বাড়তে থাকবে।
প্রোফাইল ব্যাক লিংক কনটেন্ট (ব্যাক লিংক কৌশল পাঁচ)
প্রোফাইল ব্যাকলিংক হল বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটুব, থেকে লিংক এর মাধ্যমে ভিজিটর পাওয়া। আপনার ওয়েবসাইটের নাম বা ডোমেনের নাম ফেসবুক থেকে লিংক করা। আর ফেসবুক থেকে লিংক করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা ওখান থেকে ভিজিটর কিভাবে পাব বা আমাদের ওয়েবসাইটের ভিজিট কিভাবে বাড়বে সেই দিক নিয়ে কাজ করা। শুধু ওয়েবসাইটের র্যাংক বাড়ানো না। এখান থেকে আপনি যেকোনো কোম্পানির হয়ে কাজ করে সেই কোম্পানির লিংক দিয়ে রেংকিং করতে পারেন।
ধরুন আপনি কোন এক জুতোর দোকানের হয়ে কাজ করবে। সেই দোকানদার আপনাকে অফার করেছে যে তার জুতোর দোকান আছে। সেই দোকানের হয়ে তার প্রোফাইলে কাজ করলে। সে অনুসারে তাকে পেমেন্ট করা হবে। সেরকম ভাবে আপনি ২০ দিনের জন্য কন্ট্রাক করে নিলেন। আর সেই কোনটা অনুযায়ী আপনি কাজ করলেন আপনার ফেসবুকে। facebook থেকে যে পরিমাণ ভিজিটর পাবে দোকানের মালিক সেটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক।
নো ফলো ব্যাক লিংক কনটেন্ট (ব্যাক লিংক কৌশল ৬ )
নো ফলো ব্যাক লিংক গুগলের চোখে কখনো র্যাংকিং আসে না। গুগল কখনো নোফলো ব্যাকলিংক র্যাঙ্ক করাই না।
নো ফলো রেঙ্ক এমন ভাবে রাঙ্কিং করে যে গুগলের বট যখন রেঙ্ক চেক করে তখন এর প্রতি কোনো গুরুত্ব দেই না। তারা এই লিংকটি উপেক্ষা করে, অনুসরণ করে না।
নো ফলো ব্যাক লিংক যদি আপনার সাইডে দেন এবং সেখান থেকে র্যাংক করাতে চান তাহলে আপনার লিংকে কখনো র্যাঙ্ক আসবে না কারণ গুগল নো ফলো কনভেন্ট কখনো র্যাংক করাবে না। কারণ গুগল নোফলো লিংক কে পাত্তা দেয় না।
ডু ফলো ব্যাংক লিংক কনটেন্ট (ব্যাকলিংক কৌশল সাত )
ইনফো গ্রাফিক্স কনটেন্ট (ব্যাকলিংক কৌশল আট)
ব্লগ ভিডিও কনটেন্ট তৈরি করা (ব্যাকলিংকৌশল নয়)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url