দৈন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির রচনা ২০ পয়েন্ট
দৈন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির রচনা ২০ পয়েন্ট
ভূমিকাঃবর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরীসিম।মানুষের জীবন যাত্রাকে এগিয়ে যাওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অনেক।শিক্ষা ক্ষেত্রে,পরিবেশ ,অর্থনীতি,উন্নত চিকিৎসা,রাষ্টীয় জীবনে সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তি উতপ্রতভাবে জড়িত।তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে আমরা ঘরে বসে বিশ্বে যা কিছু ঘটছে সব কিছু জানতে পারি।
আর এক দেশ থেকে অন্য দেশে ফোনের মাধ্যমে ভিডিও অডিও কলে কথা বলতে পারি।তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে করেছে উন্নত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ২০ পয়েন্ট
তথ ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে জানা অজানা অনেক তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য গুলো হলোঃ-শিক্ষা ক্ষেত্র, চিকিতসা ক্ষেত্র,কৃষি ক্ষেত্র, ইন্টারনেট ক্ষেত্র ,অর্থিক উন্নয়ন ক্ষেত্র,রাষ্টীয় ক্ষেত্রে প্রযুক্তি,বিনোদন, অনলাইন শপিং,ডিজিটাল ব্যাংকিং,নতুন কর্মসংস্থান,পরিবেশ আবহাওয়া, স্বাস্থ্য ক্ষেত্রে,ভ্রমন ও যাতায়াত,রেডিও টেলিভিশন
পেজসূচিপ্ত্রঃ
শিক্ষা ক্ষেত্র
চিকিৎসা ক্ষেত্রে
কৃষি ক্ষেত্র
ইন্টারনেট ক্ষেত্র
অর্থিক উন্নয়ন ক্ষেত্র
রাষ্টীয় ক্ষেত্রে প্রযুক্তি
বিনোদন
অনলাইন শপিং
ডিজিটাল ব্যাংকিং
নতুন কর্মসংস্থান
পরিবেশ আবহাওয়া
স্বাস্থ্য ক্ষেত্রে
ভ্রমন ও যাতায়াত
রেডিও টেলিভিশন
শিক্ষা ক্ষেত্র
তর্থপ্রযুক্তির মধ্যে অন্যতম দিক হলো শিক্ষা ।উন্নত শিক্ষা ব্যবস্থা ও আধুনিক বিশ্ব উন্নতির কেন্দ্রবিন্দু হলো তথ্য প্রযুক্তি।যেই দেশ যতো বেশি তথ্য প্রযুক্তি ভিত্তিক সেই দেশ ততো বেশি উন্নত।উন্নত শিক্ষা ব্যবস্থা ও বিদেশী শিক্ষার প্রসার দিন দিন নতুন যুগের সুচনা করেছে।
বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে দূর দুতান্ত থেকে শিক্ষকের ক্লাস করতে পারছে শিক্ষার্থীরা।যে কোন শিক্ষা বিষয়ক প্রয়োজনীয় তথ্য জানতে ইন্টার নেট থেকে খুজে বের করতে পারছে ।তাই বলা যায় বর্তমান বিশ্ব এখন হাতের মুঠই।
চিকিৎসা ক্ষেত্রে
বর্তমান চিকিৎসা ব্যবস্থা বেশ উন্নত। বর্তমানে এই তথ্য প্রযুক্তির উন্নতির কারণে সাধারণ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গাই চিকিৎসা নিতে পারে।চিকিৎসা বিশেষায়িত নেটওয়াক রোগ নির্ণয় ইত্যাদি সর্ম্পকে স্বাস্থ্য সেবা দেওয়া টেলিমেডিসিন বলে।টেলিমেডিসিন এর সাহায্যে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালের বিষেষ্ণডাক্তার থেকে চিকিৎসা সেবা নিতে পারে।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রুগীরা ইউনিয়ন সেবা কান্দ্রের মাধ্যমে ভিডিও কনফারেন্স এর সাহায্যে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারের নিকট হতে টেলিমেডিসিন সেবা নিতে পারে।
কৃষি ক্ষেত্র
কৃষি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্ত অনেক গুরুত্বপূর্ণ।ফসলের গুন গত মান নিণেয় ও কোন সার দিলে ফসল বৃদ্ধি পাবে কোন কীটনাশক দিলে ফসল সুস্থ থাকবে এই সব কিছু আমরা জানতে পারি উন্নত তথ্য ও প্রযুক্তির মাধ্যমে।ফসল চাস করা থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত আমরা আধুনিক যন্ত্র পাতি ব্যবহার করি যা এই সব কিছু বিঙ্গান ও প্রযুক্তির আবিষ্কারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিশ্বের মানুষের কাছে অফলাইন থেকে অনলাইন পর্যন্ত সাধারন মানুষ থেকে সুরু করে গ্রাম থেকে শহরে সর্ব ক্ষেত্রে তথ্য পৈছে দিয়েছে
ইন্টারনেট ক্ষেত্র
বিশ্ব ব্যাপি ইন্টারনেট এমন ভাবে ছড়িয়ে পড়েছে যা বিশ্ব এখন হাতের কাছে। অনলাইন থেকে শুরু করে বিজনেস বা অনলাইন কম্পানি বিজনেস অনলাইন কেনাকাটা পভুত্তি এখন অনলাইনে। ইন্টারনেট এর সাহায্যে ঘরে বসে অনলাইন কাজের মাধ্যমে ইনকাম করা যায়।নিজের সময় সুযোগ অনুযায়ী ঘরে বসে অর্থিক ইনকাম করা যায়। ইন্টারনেট এর সাহায্যে এক দেশ থেকে অন্য দেশে তথ্য অদান পদান করতে পারি আমরা।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url